তুষার আহমেদ, সমকালীন মন্সীগঞ্জ ডেক্স, ২৪ ফেব্রুয়ারি ২০২২:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন ধরে ইটভাটা পরিচালনা করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ (১৪) ধারা, ৪ ও ৫ ধারার অপরাধে আপেল মাহমুদ ব্রিকসের মালিক আমজাত সরকারকে ১ লাখ টাকা, ন্যাশনাল ব্রিকসের মালিক হাজী লিয়াকত আলীকে ১ লাখ টাকা মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স নবায়ন না করে ইটভাটা পরিচালনা করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ইটভাটাকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।