মুন্সীগঞ্জে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

তুষার আহমেদ, সমকালীন মন্সীগঞ্জ ডেক্স, ২৪ ফেব্রুয়ারি ২০২২:

চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে প্রতিভা সংগঠনসহ স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে, জনগন আছে অস্বস্তিতে’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তারা জানান, দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পাচ্ছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে দিনযাপন করা কষ্টদায়ক হয়ে পড়েছে। এ অবস্থার পরিত্রাণ পেতে দ্রুত প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে জেলা কমিনিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি শ ম কামাল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, প্রতিভাবান সংগঠনের সভাপতি মোঃ সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান, মানবসেবা সংগঠনের শাহরিয়ার হোসেন, সংগঠক কামরুল হাসান জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।