সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ৮ আগস্ট ২০২১:
সারাদেশে একযোগে করোনার টিকা প্রাদানের কর্মসুচি শুরু করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলাতে প্রায় ৫০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৭ আগস্ট) সকাল ৮ টা থেকে শুরু হয়ে এই গনটিকা চলেছে বিকাল পর্যন্ত।
গত বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ড কিংবা ইউনিয়নে মাইকিং করে করোনা টিকার রেজিস্ট্রেশন করা হয়।
মুন্সীগঞ্জ জেলার ৬৮ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৮ টি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
এছাড়া, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যথারীতি টিকার কার্যক্রম চলমান থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ জানান, ইতিমধ্যে লক্ষকরা গেছে টিকা গ্রহনে মানুষের আগ্রহ অনেক বেড়েছে। তাই ক্যাম্পেইন স্থলে মানুষ রেজিস্ট্রেশন করতে দেখা গেছে।
শনিবার সকাল ৮ টার দিকে গণটিকা শুরু করা হয়েছে চলবে বিকাল পযর্ন্ত। তবে বয়স্ক ও গর্ভবতী মায়েদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।