শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী যাত্রী চাপ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৬ মে ২০২১:

ঈদ শেষ হলেও আজও ঢাকা ছাড়ছেন অনেকে। আবার গ্রামের বাড়িতে ঈদ করে কর্মস্থলে ফিরছেন। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাশে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শনিবার (১৫ মে) দুপর পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে শুধু যাত্রী নিয়ে ১০টি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিপরীত দিক থেকে এসেছে ৫টি ফেরি। এ নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী এবং যানবাহন পারাপার করছে। এ নৌরুটের উভয় পাড়ে যাত্রী এবং যানবাহনের চাপ অব্যাহত রয়েছে।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশ জানায়, ঘাট এলাকায় এখন পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। এরমধ্যে পণ্যবাহী ট্রাক ও যাত্রীদের সংখ্যাই বেশি।