৪৮ টি ফানুস উড়িয়ে মুন্সীগঞ্জে মুক্ত দিবস উদযাপন

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-১১-১২-১৯:

আজ ১১ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে ৪৮ টি ফানুস উড়িয়ে মুন্সীগঞ্জে হানাদারমুক্ত দিবস উদযাপিত হল।

মুন্সীগঞ্জ শহরের অংকুরিত একাত্তর ভাস্কর্য এর সামন থেকে এই ফানুস উড়ানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

এ সময় মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহ্বায়ক জালাল উদ্দিন রাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিসুজ্জামান আনিস,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ  ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা প্রমুখ।