সিরাজদিখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।

“মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের” সহ-পরিচালক শেখ মারোক আহামেদ (অনুপম) এর সার্বিক সহযোগিতায় গ্রামবাসি এ আয়োজন করে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজের হাটি গ্রামে এ দিবসটি উদযাপন করা হয়।

বিকাল সাড়ে ৪ টায় পূর্ব ব্রজের হাটি মসজিদ সংলগ্œ মাঠে স্মারক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ সুচনার পরক্ষনেই গ্রামবাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ৬ টি ইভেন্টে অনুষ্ঠিত হয়।

বিকালে উপজেলার ১৩ জন মুক্তিযোদ্ধাকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথি শিশুদের হাতে পুরস্কার তুলেদেন।

সিরাজদিখান প্রেসক্লাব সদস্য এইচ. আই লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বালুরচর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল, বাসাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু, প্রেসক্লাব প্রচার সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।