শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-২৩-১০-১৯:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভূমিদস্যুর হাত থেকে মসজিদ ও মাদরাসার মাঠ রক্ষায় এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের রান্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন পূর্ব কামারখোলা জামে মসজিদের সভাপতি মোঃ শাজাহান শেখ, সাধারন সম্পাদক মোঃ আজিবর চোকদার, মাদরাসা কমিটির সদস্য মোঃ হাসেম শেখ, আইউব আলী, মাদরাসার অভিভাবক প্রতিনিধি মোঃ সরাপ আলী মাস্টারসহ অনেকে।
এর আগে সকালে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকার মহিলারা ঝাড়ু মিছিল ও যুবকরা বিক্ষোভ মিছিল করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় একটি মাত্র মাঠ, যুগযুগ ধরে এই মাঠে খেলা-ধুলা, ঈদের নামাজ, ওয়াজ মাহফিল ও জানাজাসহ সামাজিক বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে।
বেশ কিছুদিন ধরে রুহুল আমিন ও আজিম গং ভূয়া কাগজপত্র বানিয়ে মাঠটি নেয়ার পায়তারা করছে।
এমপি ও এসিল্যান্ডসহ উর্ধ্বতনদের অবহিত করেছি আমরা। এই ব্যপারে আদালতে ভূমিদস্যু রুহুল আমিন মামলা করলে পর পর দুইটি রায় মসজিদ-মাদরাসার পক্ষে আসে।
তার পর সে আবারও মামলা দিয়ে এলাকাবাসীসহ হয়রানি করছে। মাঠ উদ্ধার ও হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য এই মানববন্ধন করা হয়।