শেখ মোহাম্মদ রতন, জুয়েল রানা ও তুষার আহমেদ, সমকালীন মুন্সীগঞ্জ:-০৫-০২-১৯:-
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক এমপির নাম ফলক ও এলজিইডির রাস্তা দখল করে মাংসের দোকান গড়ে তুলেছেন কসাই বজলু শেখ। উপজেলার এম রহমান কমপ্লেক্স সংলগ্ন বটতলা নামক স্থানে তিন রাস্তার মোড় দখল করে ভাই ভাই মাংসের দোকানটি গড়ে উঠেছে।
স্থানীয়রা জানান, ঢাকা-দোহার সড়কের শ্রীনগর-কোলাপাড়া ইউনিয়নের সংযোগ সড়কের বটতলায় মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষের নাম ফলক ও রাস্তা দখল করে অবৈধভাবে বজলু কসাই দীর্ঘদিন যাবত মাংস বিক্রি করে আসছে। এছাড়াও দোকান উঠানোর সময় বটগাছের ডালপালা কাটায় স্থানীয়রা বাধা প্রদান করেন। এমপির নামের ফলক দখল করে মাংস বিক্রি করায় দৃষ্টিকটু হিসেবে এমপি ভক্ত ও স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানাযায়।
কসাই বজলু শেখের কাছে নাম ফলক ও রাস্তা দখল করে মাংসের দোকান দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালি জায়গা পেয়েছি তাই দোকান দিয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।