সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী বি এম শোয়েব সিআইপির উঠান বৈঠক জনশ্রত দেখা গেছে।
সোমবার (১৩ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের ধীতপুর কলাবাগান এলাকায় আয়োজিত উঠান বৈঠক জনশ্রত দেখা যায়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের বি এম শোয়েব সিআইপি।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারি,কনকসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মাদবর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদুর রহমান পিন্টু সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দলমত নির্বিশেষে ২১ মে এর নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে সবাই একাত্মতা প্রকাশ করেন। এতে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রণী পেশার সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগামী ২১ মে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে লৌহজং উপজেলায়। এখানে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদার (কাপ পিরিচ), দলটির উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বি এম শোয়েব সিআইপি (দোয়াত কলম) ও লাকি মল্লিক আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।