লৌহজংয়ে সয়াবিন তেলের ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১০ মার্চ ২০২২ খ্রিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানে অভিযান চালিয়েছে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ৩ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার ঘোড়দৌড় বাজার ও নওপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সন্ধায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।

তিনি জানান, ঘোড়দৌড় বাজারে পাইকারি ও সয়াবিন তেলের ডিলার গৌতম স্টোরে অভিযান চালিয়ে দেখা যায়, তিনটি গোডাউনে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে রাখা হয়েছে। অন্যদিকে, তারাই বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে।


এছাড়াও বোতলজাত সয়াবিন তেলের বোতল খুলে বেশি লাভ করার জন্য খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি করছিলো তারা। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই অপরাধে নওপাড়া বাজারে দত্ত স্টোরকে ১৫ হাজার টাকা ও জোবায়ের স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিতি ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের সদস্যরা।