জুয়েল রানা ও তুষার আহমেদ, সমকালীন মুন্সীগঞ্জ:-০৪-০২-১৯:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থী নীরব হোসেন (১৯) এর হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবীতে ঢাকা-মাওয়া মহাসড়ক সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।
সোমবার বেলা ১১ টায় ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতুর কুমারভোগ পুর্নবাসন কেন্দ্রের প্রথম গেইটের সামনে এ অবরোধ ও মানববন্ধন করে মাওয়া, কুমারভোগ ও মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ কয়েক শতাধিক এলাকাবাসী। এসময় তারা সকল হত্যাকারীকে গ্রেফতার ও ফাসির দাবী জানান। প্রায় ঘন্টা ব্যাপি অবরোধ ও মানবন্ধন করে বেলা ১২ টায় দিকে শিক্ষার্থী ও এলাকাবাসী স্থান ত্যাগ করে। অবরোধের মুখে ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ ঘন্টা ব্যাপি যানবাহন চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য, গত ১ই ফেব্রুয়ারী নিখোজের ১৯ ঘন্টা পরে লৌহজংয়ের পদ্মা সেতুর কুমারভোগ পুণর্বাসন কেন্দ্রের পাশ্বর্বতী ডোবা থেকে এসএসসি পরীক্ষার্থী নিরবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন রাব্বি (১৭) ও আলাল(১৮) নামের দুই জনক আটক করা করেছে লৌহজং থানা পুলিশ। নীরব এ বছরে উপজেলার আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। নিহত নীরব কুমাভোগগ পুর্নবাসন কেন্দ্রের নাঈম খানের ছেলে।
এদিকে গ্রেফতারকৃত রাব্বি ও আলাল পুলিশের কাছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানান, প্রেম ঘটিত কারনে বাড়ি থেকে ডেকে নিয়ে ৪ বন্ধু মিলে গাছের সাথে বেঁধে প্রথমে মারধর ও পরে গলা কেটে হত্যা করা হয় নীরবকে। এ দিকে অপর ২ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে লৌহজং থানা ওসি মনির হাসান।