লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আজও ঢাকাগামী মানুষের উপচেপড়া ভিড়

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ, ১৪ মে ২০২০:

করোনা পরিস্থিতি উপেক্ষা করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আজও ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড় রয়েছে।

ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।

এ রুটে দিনে ৭টি ফেরি ও রাতে ১২টি ফেরি চলছে। করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটিতেও গত ১৮ দিন ধরে ফেরিঘাটে এমন ভিড় দেখা যাচ্ছে।

ফেরি ও ট্রলারে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিয়ে আসছেন শিমুলিয়ায়। এরপর নানা উপায়ে ঢাকা যাচ্ছেন তারা।

করোনা সংক্রমণের শুরুতে গ্রামের বাড়ি ফেরেন দক্ষিণবঙ্গের লাখো মানুষ। আর এখন ঈদ সামনে রেখে তারা ফিরছেন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও শিমুলিয়া ঘাটে ঢাকাগামী মানুষের ভিড় রয়েছে। এখনও ঘাটে কমপক্ষে তিন শতাধিক ছোট গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে।

এছাড়া, মুন্সীগঞ্জে লৌহজংয়ের শিমুলিয়াঘাটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট আকারের যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও সেগুলোও দেখা যাচ্ছে।অটোরিকশা, মিশুক, রিকশায় করে কিংবা কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন।

নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের পড়েছে। ছোট যানবাহনগুলোতে চড়তে গিয়ে যাত্রীর উপর নেমে এসেছে বাড়তি ভাড়ার খড়গ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, যাত্রীরা নিয়মিত ফেরি পার হচ্ছে। তাদের মধ্যে বেশীর ভাগ ঢাকামুখী।

কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে যাত্রীর পাশাপাশি ছোট গাড়ির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।