শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-১০-০৭-১৯:
মুন্সীগঞ্জ সদর থানায় সদ্য-যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সদর থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বক্তব্যে- মাদক, যানজট, অনিয়ন্ত্রিত অটো চলাচল, রাস্তা দখল করে ব্যবসা গড়ে উঠা এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, স্পেসাল পিপি লাবলু মোল্লা, প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, কার্যকরী সদস্য মাসুদ রানা, আবদুস সালাম, সিনিয়র সাংবাদিক আলী আকবর, মাহাবুব বাবু, সুমন ইসলাম, গুলজার হোসেন, শেখ মোহাম্মদ রতন, আরাফাত বাবু, শেখ মোহাম্মদ শিমুল, জুয়েল রানা, রাজিবুল হাসান জুয়েল, মাহামুদুল হাসান, নাদিম মাহমুদ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার সভাপতি মুন্সীগঞ্জ সদর থানার সদ্য-ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাউদ্দিন, পুলিশ পরিদর্শক (হাতিমারা তদন্ত কেন্দ্র) মো. রাজিব খান, সদর ফাঁড়ি ইনচার্জ সেলিম রেজা।
মতবিনিময় সভার শেষের দিকে উপস্থিত সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান তার বলেন, সভায় উঠে আসা উল্লেখিত বিভিন্ন সমস্যার নিরসন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।