মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী ফাহরিয়া আফরিন

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করলেন এমপি পত্নী চৌধুরী ফাহরিয়া আফরিন।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে পৌরসভার আঙ্গিনায় মুন্সীগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পব।

সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ।

এ অনুষ্টানের মধ্যদিয়ে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভায় সকল কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় সাংবাদিক কমিউনিটির ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সন্মেলন কক্ষে শপথ নেন চৌধুরী ফাহরিয়া আফরিন। মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়রকে শপথ বাক্য পাঠ করান ঢাকার বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৯ মার্চ মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী ফয়সাল বিল্পবের স্ত্রী চৌধুরী ফাহ্‍রিয়া আফরিন বিপুল ভোটে জয় যুক্ত হন। তার প্রতিদ্বন্দী ছিলেন শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল। জাতীয় সংবাদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বর্তমান সাংসদ ফয়সাল বিপ্লব সেচ্ছায় অব্যাহতি নিলে পদটি শুন্য হয়।