পুলিশ পরিদর্শক হেদায়েত ইসলাম ভূঁইয়া জানান, মারামারির একটি মামলায় ফয়সাল মৃধা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। দুপুরে ওই মামলায় হাজিরা দিতে আদালতে আসেন জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার (২৭ জুন) ফয়সাল মৃধা সদর উপজেলার চরকেওয়ারের টরকী গ্রামের রেহানা বেগমের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। ওই দিনই রেহানা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টার মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জুন) রাতে শহরের কাঁচাবাজার এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক জানান, দীর্ঘ শুনানি ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সার্বিক বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে।