মুন্সীগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা এসআই মফিজুল ও শ্রেষ্ঠ সদস্য স্বপন

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১ নভেম্বর ২০২০:

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

এবার জেলা কমিউনিটি পুলিশিংয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও সদর থানার সেকেন্ড অফিসার মো. মফিজুল ইসলাম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিংয়ের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আয়নাল হক স্বপন।

নির্বাচিত এএ দুজনকে এসময় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টাস) মোঃ আদিবুল ইসলাম আদিব এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) মু. মাহফুজ আফজাল, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বি,এম শোয়েব, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি প্রফেসার প্রবীর কুমার গাঙ্গুলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ নাজমুর রায়হান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মহাসিন মাখন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, সাবেক বারের সভাপতি এড. আর্শেদ উদ্দিন চৌধুরী, এড. অজয় চক্রবতী, কোর্ট পিপি এড. আব্দুল মতিন, ডিবি ওসি মো. মোজাম্মেল হক, সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য গাজী আশরাফ লিটনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।