মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে পহেলা বৈশাখ-১৪২৫ উদযাপন

শেখ মোহাম্মদ রতন :

মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, সমাজে যে যে স্তরে থাকিনা কেন, সমাজ উন্নয়নে আত্মনিয়োগই হউক এ নববর্ষের শপথ ।

শনিবার সকালে শহরের সুপার মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে পহেলা বৈশাখ-১৪২৫ উদযাপন ও  নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বাঙালী আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ধারন ও লালন করতে হবে,  পহেলা বৈশাখ সমগ্র বাঙালীদের প্রাণের উৎসব ।

পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্য সম্পর্কে অবহিত করতে হবে।

আলোচনা সভা শেষে পান্থা-ইলিশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ধোধন করেন প্রধান অতিথি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা মহিউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, শহীদ ই হাসান তুহিন, সাংবাদিক- সোনিয়া হাবিব লাবনী,

তানভীর হাসান, -শেখ মোহাম্মদ রতন,  ব ম শামীম, মো: জুয়েল রানা, এম এম রহমান, হোসনে হাসানুল কবির, জামাল হোসেন মন্ডল,

আরাফাত রায়হান সাকিব, সাইফুল ইসলাম কামাল, মো: জাফর মিয়া, আহম্মেদ বাপ্পি প্রমুখ।

পরে দুপরে খাবার মধ্যাহ্ন ভোজ এবং বিকালে ধলেশ্বরী ও মেঘনার মোহনায় নৌ ভ্রমনে অংশনেয় ক্লাবের সদস্যরা ।

 

শেখ মোহাম্মদ রতন / ০১৮১৮৩৩৬৮০৮ / ১৭-০৪-১৮/ সমকালীন মুন্সীগঞ্জ