মুন্সীগঞ্জে ১১০৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার ২

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ২৩ মে ২০২০:

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১১০৪ ক্যান বিয়ারসহ মো. আবু কালাম (৪২) ও মো. বশির (৩২) নামে দুই জনকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

মোঃ আবু কালাম (৪২) এর পিতা নাম মৃত আব্দুল লতিফ, গ্রাম-উত্তর উটিবুনিয়া, থানা-স্বরুপকাঠি, জেলা-পিরোজপুর অপরজন মোঃ বশির (৩২) পিতার নাম লাল মিয়া, গ্রাম- চান্দখালী, থানা-বেতাগী, জেলা-বরগুনা।

মুন্সীগঞ্জ সদর থানার  থানার সেকেন্ড অফিসার এসআই মফিজুল ইসলাম জানান, শুক্রবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদরের দয়াল বাজার সাকিনস্থ স্বপন মিয়ার শরিষার মিলের সামনে নেশাজাতীয় মাদজদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহন করছে।

এ তথ্যের ভিত্তিতে মুক্তারপুর ব্রিজ পার হওয়ার পরে পুলিশের উপস্থিত জানতে পেয়ে সাদা টয়োটা স্টান্ডার ভ্যান গাড়িসহ পালানোর সময় গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে ১১০৪ ক্যান (৪৬ কেইস) বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১০৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া পুরাতন টয়েটা সাদা রংয়ের গাড়ী।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।