মুন্সীগঞ্জে ১০ কোটি ৫ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জে ১০ কোটি ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার মুক্তারপুরের ধলেশ্বরী নদীর তীরে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়।
মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর নৌ পুলিশের সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপি অভিযানে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার সংলগ্ন বিনোদপুর এলাকার মোঃ দেলোয়ারের ছেলে শিপলুর অবৈধ কারেন্ট জাল তৈরীর কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে তিন লক্ষ পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল যার মূল্য দশ কোটি পাঁচ লাখ টাকা ও তিন হাজার পিস রেইল যার মূল্য ৯০ হাজার টাকা যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত এসব আলামত নির্বাহী ম্যাজিষ্টেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভান, সহকারি পুলিশ সুপার নারায়ণগঞ্জ অঞ্চলের মোঃ নুরুল আমিন, মুন্সীগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম, সদর নৌ থানা, বক্তাবলি নৌ পুলিশ ফাঁড়ি ও কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির টিম।