শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-০৯-০৭-১৯:
মুন্সীগঞ্জ থেকে এবার স্বরণ কালের সবচেয়ে বেশি সংখ্যক ২শত ২৬জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরী পাওয়া এসব প্রার্থীদের খরচ হয়েছে শুধু মাত্র ১শ’ টাকা। মঙ্গলবার বেলা ১২টায় পুুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার) এসব তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, বিগত ২০১৬ সাল থেকেই মুন্সীগঞ্জে ১শত টাকায় পুলিশের চাকরীর সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবছর সাধারণ কোটা থেকে ১শত ৭১জন পুরুষ, ৪২জন নারী, মুক্তিযোদ্ধা কোটা থেকে ১০জন, পুলিশ পৌষ্য কোটা থেকে ২জন ও আনসার কোটা থেকে ১জন করে মোট ২শত ২৬জন নিয়োগ পেয়েছে।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বর্তমান সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপূর, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হাসান সজল, সাংবাদিক সোনিয়া হাবীব লাবনী, শেখ মোহাম্মদ রতন, সূজন হায়দার জনি, জুয়েল রানা প্রমুখ।