মুন্সীগঞ্জে মাছ ধরার ফাঁদে ধরা পড়ল বিষাক্ত সাপ ‘রাসেল ভাইপার’

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ, ০৭ জুলাই ২০২০:

মুন্সীগঞ্জে মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ।

শনিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে পদ্মার শাখা নদীতে এক জেলের মাছ ধরার চাইয়ের ভিতরে বিষধর সাপটি ধরা পড়ে।

এলাকাবাসী বন বিভাগে খবর দিলে জেলের মাছ ধরার ফাঁদ থেকে ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, উদ্ধারের পরে ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে এটা পৃথিবীর সবচেয় বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ।

জেলা সদরের সর্দারকান্দি গ্রামের জেলে আবুল হোসেন বলেন, ‘গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ‌্যায় পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে ‘চাই’ পেতে রেখে চলে আসি। পরের দিন শনিবার (৪ জুলাই) সকালে মাছ সংগ্রহের জন্য নদী থেকে ‘চাই’ (ফাঁদ) ওঠাতেই দেখতে পাই চাইয়ের ভেতর অজগরের মতো দেখতে একটি সাপ। সাপটিকে নিজ বাড়িতে নিয়ে আসি। পরে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় এটি বিষধর সাপ রাসেল ভাইপার।’

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘গেল বছরেও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক গ্রাম থেকে একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছিল।’