শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জে ন্যায়বিচার নিশ্চিন্তের লক্ষ্যে বার ও বেঞ্চের সমন্বিত সমস্যা ও সমাধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বার ও বেঞ্চের মধ্যে মিলরেখে প্রামাণ্য চিত্র ধারণ করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
এ সময় তিনি আদালতের বিভিন্ন উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরো, এ্যাডভোকেট এস আর রহমান মিলন, এডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঢালী, অ্যাডভোকেট লাকি আক্তার, অ্যাডভোকেট শাহীন মিজি, এডভোকেট শফি উদ্দিন আহমেদ।
এ সময় বক্তারা বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিচারক ও আইনজীবীরা আলোচনা করেন।