মুন্সীগঞ্জে নতুন করে চিকিৎসকসহ ১৭ জনের করোনা শনাক্ত

সমকালীন মুন্সীগঞ্জ, ২০ মে ২০২০:

মুন্সীগঞ্জে বুধবার (২০ মে) নতুন করে চিকিৎসকসহ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন ১৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১০ জন, লৌহজং উপজেলায় ১ জন, গজারিয়ায় ৩ জন, সিরাজদিখানে ২ জন ও শ্রীনগর উপজেলায় ১ জন।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই নিয়ে জেলায় মোট ৪৬০ জনের করোনা শনাক্ত হলো। নতুন আরও ১৪ জন সুস্থ হয়েছে। এই নিয়ে জেলায় সুস্থ হলেন ৯০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

সিভিল সার্জন আরো জানান, জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। ওই চিকিৎসক এখন আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, এই পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২০১ জন, সিরাজদিখান উপজেলায় ৬৮ জন, শ্রীনগর উপজেলায় ৪৮ জন, টঙ্গীবাড়ী উপজেলায় ৩৮ জন, গজারিয়া উপজেলায় ৬৩ জন ও লৌহজং উপজেলায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত ঢাকায় ২৯২৬টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৭০১টি নমুনার।