মুন্সীগঞ্জে নতুন আক্রান্ত ১২ জন : সুস্থ্ হয়ে বাড়ি ফিরলেন ৯ করোনা রোগী

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ, ১৩ মে ২০২০:

মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১৭ জনের নমুনা পররীক্ষা করা হয়। সেখান থেকে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে শ্রীনগর উপজেলায় তিন জন, লৌহজং উপজেলায় চার জন, টঙ্গীবাড়ি উপজেলায় দুজন ও গজারিয়া উপজেলায় তিন জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত সর্বমোট ৩০৪ জনের মধ্যে চিকিৎসক-নার্সসহ ৬৩ জন স্বাস্থ্য কর্মী ও পুলিশের ১০ সদস্য রয়েছেন।

এদিকে, মুন্সীগঞ্জে বুধবার ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।

এ নিয়ে জেলার ৬ উপজেলায় করোনায় সুস্থ হয়েছেন সর্বমোট ৩০ জন।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার শ্রীনগর উপজেলায় সর্বোচ্চ ৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

এছাড়া জেলার সিরাজদীখান উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন ও সদর উপজেলায় ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত সর্বমোট ৩০ জনের সুস্থ হওয়ার তালিকার মধ্যে জেলা সদরে রয়েছে ৮ জন, গজারিয়ায় ২, টঙ্গীবাড়ি ৪, সিরাজদীখানে ৮ জন ও শ্রীনগর উপজেলায় ৮ জন।