মুন্সীগঞ্জে দক্ষিন ইসলামপুরে আমেরিকা প্রবাসী ’মাহির’ উদ্যোগে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ৭ আগস্ট ২০২১:

মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের ছোট ছেলে আমেরিকা প্রবাসি মো: মোতাহার হোসেনে মাহির উদ্যোগে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে অসহায়-দরিদ্র ২৫০ পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারাদিন ব্যাপি মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিন ইসলামপুর এলাকার হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের নিজ বাস ভবনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান ও পিয়াজসহ অন্যান্য নিত্যপন্য সামগ্রী।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে দক্ষিন ইসলামপুর এলাকার হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক  মোহাম্মদ আরিফ হোসেন মাদবর, মোহাম্মদ পারভেজ, মোঃ আলী, মোঃ মনির, মোঃ মঞ্জর আলী, মোঃ মনির হোসেন, মোঃ রাকিব হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার হাজী মোহাম্মদ রফিকুল ইসলামের আমেরিকা প্রবাসি ছেলে মো: মোতাহার হোসেন জানিয়েছেন, দক্ষিন ইসলামপুর এলাকার  সম্মানিত গন্যমান্য ব্যাক্তিদের  সাথে নিয়ে আগামীতে তাদের পরামর্শ অনুযায়ি বর্তমানে চলমান করোনা মহামারিতে এলাকার অসহায় ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী প্রদান করা আগামীতেও অব্যাহত রাখা হবে বলে আমেরিকা প্রবাসি ছেলে মো: মোতাহার হোসেন মাহি জানিয়েছেন।