সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১০ আগষ্ট ২০২২ খ্র:
মুন্সীগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে আখি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী গত ১৩ দিন ধরে নিখোঁজ। ওই মেয়ের সঙ্গে আসিফ নামে এক ছেলের প্রেমের সর্ম্পক রয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করলেও আসিফের পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মেয়েটির খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছে।
এদিকে মেয়েকে খোঁজে না পেয়ে পাগল প্রায় তার মা রাজিয়া আক্তার ও তার পরিবার।মেয়ে আখি আক্তার নিখোঁজের ঘটনায় রাজিয়া আক্তার গত মঙ্গলবার মুন্সীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
পরিবার ও সাধারণ ডায়রি সুত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের আলী আহাম্মদ বেপারীর মেয়ে আখি আক্তার। সে দক্ষিণ চরমশুরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
গত ২৩ জুলাই সকাল ৬টার দিকে গ্রামের রিনা আক্তার নামে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। তারপর থেকে স্কুলছাত্রী আখি আক্তার বাড়ি ফিরেনি।
এদিকে আখি আক্তার বাড়িতে ফিরে না আসায় তার পরিবার পাশের বাড়ির আনজিল মাদবরের ছেলে আখি আক্তারের প্রেমিক আসিফকে সন্দেহ করলে স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিতিতে জিজ্ঞেসাবাদ করা হলে এ ব্যাপারে কিছুই জানে না বলে আসিফ জানান।
স্কুলছাত্রী আখি আক্তারের মা রাজিয়া আক্তার বলেন, আখির সঙ্গে আসিফের প্রেমের সর্ম্পক আছে। কোরবানীর ঈদের পর ওদের সর্ম্পক নিয়ে বিচার-শালিশ বসেছিলো।আসিফ যেনো আখিকে আর ফোন না করে, দেখা না করে,স্কুলে যাওয়ার পথে কথা না বলে।কিন্তু আসিফ বিচারকদের কোনো কথা শুনেনি। সে আখির সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আরো বলেন, গত ২৩ জুলাই আখি প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফিরেনি। পথিমধ্যে থেকে আখিকে আসিফই ধরে নিয়ে গেছে। আসিফই আখিকে কোথায়ও লুকিয়ে রেখেছে।
এদিকে আসিফ জানান,আমার সঙ্গে আখির কোনো সর্ম্পক নেই। ওর সঙ্গে আমি কথাও বলতাম না। আখি কোথায় গেছে আমি তা জানিনা।
অপরদিকে আসিফের মা আসমা বেগম এ অভিযোগের বিষয়ে বলেন, আমার ছেলে আসিফের সঙ্গে আখির আক্তারের কোনো প্রেমের সর্ম্পক নেই। আখির খালাতোভাই জাহিদ কিছুদিন আগে আমার আসিফকে অনেক মারধর করে। এ ঘটনায় আমরা থানায় মামলা করি।পরে স্থানীয় মরুব্বিদের কথায় মামলা তুলে নেই।তারপর থেকে আখির পরিবার আমাদের পেছনে লেগেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার সাব-ইন্সেপেক্টর (এসআই) মো: ফরিদুজ্জামান বলেন,লিখিত অভিযোগ পেয়ে আসিফকে জিজ্ঞেসাবাদ করা হয়েছে কিন্তু আসিফ এ বিষয়ে কিছু জানেনা বলে জানান।
চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফসার উদ্দিন ভুঁইয়া এ ব্যাপারে বলেন, আসিফের বয়স ও আখির বয়স খুবই কম ১২/১৩বছর। ওদের মধ্যে প্রেমের সর্ম্পক কীভাবে সম্ভব। তবে মেয়েটি তেরো দিন ধরে নিখোঁজ আছে এটি সত্যি। আমরা সকলেই মেয়েটির সন্ধান করছি যাতে ওকে খোঁজে পাওয়া যায়।