মুন্সীগঞ্জে টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স :

মুন্সীগঞ্জে টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। মুন্সীগঞ্জে গত অর্থ বছরে (২০১৬-২০১৭) সবিজ ফলনে প্রথম স্থান অধিকার করেছে।

নানা সবজির মধ্যে টমেটোর আবাদ বেড়েই চলছে।

দেখতে আকর্ষণীয়, উৎপাদন বেশি, ও সংরক্ষণে সুবিধাজনক বলে এ জেলায় আপেল হাইব্রিড জাতের টমাটো আবাদ হয় বেশি।

এ আপেল টমেটো প্রতি গাছে ১৫-২০ কেজি হয়ে থাকে বলে কৃষকরা দাবী করেছে।

সরেজমিনে জানা গেছে, এবছর টমেটোর বাম্পার ফলনে কৃষকরা লাভবান হবে বলে হাসির ঝিলিক কৃষকদের মুখে মুখে।

জেলা সদর উপজেলার কৃষক গাজী রহিমউদ্দিন জানান টমেটো এবার আমার জমিতে টমেটোর আবাদ কয়েকগুন বেড়েছে। এবার টমেটো বিক্রি করে গত বছরের তুলনায় কয়েকগুন বেশি আর্থিক লাভবান হবো বলে আশা করছি।

কৃষি অধিদপ্তরও জানিয়েছে, গত বছরের চেয়ে এবার টমাটো আবাদ বেড়েছে। ফলনও গতবছরের চেয়ে বেশি ও ভালো হবে ।

এবার ভাইরাসের আক্রমণ নাই, জটা লাগেনি, ফলন ভালো। তাই টমাটো চাষীদের মুখে হাসি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, এবার মুন্সীগঞ্জ জেলায় ২১৮ হেক্টর জমিতে টমাটো আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিলো ২০২ হেক্টর জমিতে। গতবছর হেক্টর প্রতি টমাটো উৎপাদন হয়েছিল ৩৩ দশমিক ৮৪ মে. টন। এবার হেক্টর প্রতি ৩৪-৩৫ মেট্রিক টন উৎপাদন হবে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।

অক্টোবর-নভেম্বরে টমাটো আবাদ শুরু হয় এবং জানুয়ারী-ফেব্রুয়ারি মাসে তোলা শুরু হয়।

এ জেলার জমি নিচু বলে টমাটো আবাদ অন্যান্য জেলার তুলনায় বিলম্বে শুরু হয়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এ জেলায় টমাটো তোলার ধুম পড়বে।

 

শেখ মোহাম্মদ রতন / ০১৮১৮৩৩৬৮০৮ / ১৭.০২.১৮ / সমকালীন মুন্সীগঞ্জ