মুন্সীগঞ্জে কালেক্টরেট কিশলয় স্কুলের ভবন উদ্বোধন

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:-১৪-০১-১৯

মুন্সীগঞ্জে কালেক্টরেট কিশলয় স্কুলের ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে শহরের মালপাড়া এলাকায় তিনতলা বিশিষ্ট এ ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। মুন্সীগঞ্জ কালেক্টরেট কিশলয় স্কুলের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর-রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী তাওহিদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, সদর উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহাম্মেদ, কালেক্টরেট কিশলয় স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, কাউন্সিলর নার্গিস আক্তার প্রমূখ।