মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

জুয়েল রানা ও তুষার আহমেদ:-২৮-০১-১৯:

মুন্সীগঞ্জের সদর উপজেলা রিকাবীবাজার এলাকায় অগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে মিরকাদিম পৌরসভা সংলগ্ন বাজারটিতে এঘটনা ঘটে। এত প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাজারের উপরে থাকা বিদ্যুৎ এর তারে পাখি বসলে শটসার্কিট হয়ে তার ছিরে যায়। তারের একটি প্রান্ত নিচে থাকা শওকত মিয়ার তুলার দোকানে এসে পড়লে সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত পাশবর্তী ফার্নিচার, ওয়ার্কশপের দোকানে ছড়িয়ে পড়ে।

এসময় ফার্নিচার, ওয়ার্কশপ সহ ৮টি দোকান সম্পূর্ন যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
তুলার দোকানের শওকত মিয়া জানান, দুপুরে বাড়িতে খেতে যাই আগুনের খবর পেয়ে এসে দেখি আমার ও পাশের দোকানগুলোর সব পুরে গেছে। ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আবু ইউসুফ জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স ও ২টি গাড়ি নিয়ে চলে আসি। পাম্পের মাধ্যমে পানি দিয়ে ঘন্টা খানিকের মধ্যে আগুন নিভাতে সক্ষম হই।