মুন্সীগঞ্জের গজারিয়ায় কিস্তির টাকা দিতে না পারায় রিক্সা চালকের ফাঁসী দিয়ে আত্মহত্যা

 

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ :

কিস্তির টাকা দিতে না পারায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক রিক্সা চালক জামাল প্রধান ফাঁসী দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মোনায়েম মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির মালিক খোরশেদ আলমের ভাড়া বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় রিক্সা চালক জামাল প্রধানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করেছেন।
সে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে খোরশেদ আলমের বাড়ীতে ভারা বাড়িতে থেকে পরিবার নিয়ে এই এলাকায় রিক্সা চালাতো।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় সোমবার তার স্ত্রীর সাথে জামাল প্রধানের বিবাদ হয়। পরে গভির রাতে মানসিক টেনশনে জামাল প্রধান আত্মহত্যার করেছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত রিক্সা চালক কুমিল্লা জেলার মতলব থানার মাথাভাঙ্গা গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে।#

শেখ মোহাম্মদ রতন / ০১৮১৮৩৩৬৮০৮ / ০৬-০২-১৮