মো.তুষার আহমেদ, সমকালীন মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে গজারিয়া থানা-পুলিশ ।
এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন ৮টি মোবাইল চার্জার, ১টি ক্যামেরা, স্বর্নের আংটি, হাতের চুরি, ও ল্যাগেজে ভরা কসমেটিক সামগ্রী এবং চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাত থেকে ভোর ৪টা পর্যন্ত গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গজারিয়ার বিভিন্ন স্থান থেকে দীর্ঘ দিন ধরে ছিনতাই কাজে জড়িত এই ছিনতাই চক্রের প্রধান শাহা পরান সহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন গজারিয়া উপজেলার নতুন চরচাষি গ্রামের ছলিমোল্লার ছেলে সানি সরকার(২৪), পারভেজ মিয়ার ছেলে শান্ত (২৫), রমজান মিয়ার ছেলে শাহ পরান (২৫) ও মোঃ সাগর (২৬)।
ওসি আরও জানান উপরোক্ত তালিকার অস্ত্রসহ বিভিন্ন রকমের ছিনতাইকরা মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার গজারিয়া থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শেখ মোহাম্মদ রতন / সমকালীন মুন্সীগঞ্জ /০১৮১৮৩৩৬৮০৮ /০৭-০২-১৮