বিক্রমপুর কালচারাল মিডিয়ার পিঠা ও সাংস্কৃতিক উৎসব পালন

অনু ইসলাম, সমকালীন মুন্সীগঞ্জ:-26-01-20:

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫ টায় রিভারভিও হোটেল এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বিক্রমপুর কালচারাল মিডিয়া আয়োজিত খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষ্যে পিঠা ও সাংস্কৃতিক উৎসব।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি এডভোকেট কাজী আফছার হোসেন(নিমু কাজী)। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী নাছিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনায় একাত্তরের সম্পাদক কামাল উদ্দিন আহামেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তালেব দেওয়ান এবং রিভারভিও হোটেল এন্ড পার্টি সেন্টারের চেয়ারম্যান ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাখি গবেষক সাজাহান সরদার, তবলশিল্পী কমল ব্যানার্জী, কবি যাকির সাইদ, উদীচী শিল্পী গোষ্ঠী মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নারী নেত্রী হামিদা খাতুন, সাংবাদিক জসীম উদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিক্রমপুর কালচারাল মিডিয়ার সভাপতি, গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী সৈয়দ মোতালেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনু ইসলাম।

সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশন করেন এডভোকেট কাজী আফছার হোসেন (নিমু কাজী), ওস্তাদ সৈয়দ মোতালেব, মজিবুর রহমান বাবুল, শাহানুর, হারুন-উর-রশিদ, তুহিন আহমেদ, মোঃ নাজির ঢালী, সূবণা রাণী হালদার, আশামনি, সারা মারিয়া, সানজিদা শান্ত, সাদিয়া আক্তার ঊষা প্রমুখ। তবলায় সংগত করেন তবলশিল্পী কমল ব্যানার্জী ও রবি আচার্য৷