বিএনপির সাত দফা দাবি আদায়ের লক্ষে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের লাঠিচার্জ

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির সাত দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশ ব্যাপীর মতো মুন্সীগঞ্জে বিএনপি ও অঙ্গসংঘঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

সমাবেশ চলাকালে পুলিশের লাঠিচার্জ-এ ১০ নেতা কর্মী আহত হয়েছে। এসময় ৯ জন নেতা কর্মীকে আটক করে পুলিশ।

বুধবার বিকালে সুপার মার্কেট এলাকায় জেলার প্রধান কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে এ মিছিল-সমাবেশ করে।

পরে সুপার মার্কেট সড়কে দলীয় নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় সদর থানা-পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, তাদের শান্তিপূর্ণ এই মিছিলে পুলিশের নেক্কার জনক হামলা সরকারের সৈরশাসনের আরেকটি নমুনা। সদর থানার তদন্ত ওসি গাজি সালাউদ্দীন কোন রকমের অনুমোতি ছাড়া বিএনপি রাস্তায় নেমে শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং এই মিছিল থেকে নাশকতা তৈরীর ইঙ্গিত পাওয়ায় এই নয় জনকে আটক করেছে সদর থানা-পুলিশ।

এর আগে বিএনপির নেতা কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুর অর রশীদ এর নিকট স্বারকলিপি প্রদান করেন।