বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে ‘বাংলা টিভির’ জন্মদিন উদ্‌যাপিত

শেখ মোহাম্মদ রতন, তুষার আহমেদ, সমকালীন মুন্সীগঞ্জ:-২১-০৫-১৯:

‘বিশ্ব জুড়ে বাংলা’ এই স্লোগানে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে উদ্‌যাপিত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির জন্মদিন।

বাংলা টিভির দর্শক ফোরামে আয়োজনে কেক কাটা আলোচনা সভা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান।

 

এ সময় বাংলা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ-উল ইসলাম, শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, প্রচার সস্পাদক জুয়েল রানা ও সাংবাদিক তুষার আহমেদ প্রমুখ।