সমকালীন মুন্সীগঞ্জ প্রতিবেদক :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলা এলাকার সেতুটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকের ওজনে ভেঙে গেছে। সেতুর উপরে পাটাতন ভেঙে ট্রাকটি আটকে আছে।
মুন্সীগঞ্জ সদরের সঙ্গে টঙ্গীবাড়ী, সিরাজদিখান এবং শ্রীনগরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই রুটে চলাচলকারী যাত্রী এবং পণ্যবাহী যান ভোগান্তির শিকার হচ্ছে।
গত শনিবার সেতু ভেঙে গেলেও পাঁচ দিনে ট্রাকটি উদ্ধারে তৎপরতা বা সেতুটি মেরামতের তেমন পদক্ষেপ দেখা যায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ওসি ইয়ারদৌস হাছান জানান, গত শনিবার ভোরে পশ্চিম মুক্তারপুর প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে ১০ টন ওজনের সিমেন্ট বোঝাই করে ঢাকার দোহারের উদ্দেশে ট্রাকটি যাত্রা করে। ভোর ৫টার দিকে আমতলা সেতুতে উঠলে সেটির চারটি পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়। পরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি থেকে আরেকটি খালি ট্রাক এনে সিমেন্ট খালাস করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের অফিসকে জানানো হয়েছে। দ্রুত ট্রাক সরিয়ে নেওয়া এবং সেতুটি মেরামত করা হবে বলে ওসি জানিয়েছেন।
সমকালীন মুন্সীগঞ্জ/মুন্সীগঞ্জ/২৪ জানুয়ারি ২০১৮/শেখ মোহাম্মদ রতন/
-সমকালীন মুন্সীগঞ্জ-এর প্রকাশিত যে কোন-সংবাদ,-ছবি,-তথ্য,-কলাম-সম্পাদকের অনুমতি ছাড়া কপিরাইট করা সম্পুর্ন নিষেধ ও দন্ডনীয় অপরাধ।