গজারিয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে, ধর্ষক আটক

শেখ মোহাম্মদ রতন, তুষার আহমেদ, সমকালীন মুন্সীগঞ্জ:-২২-০৫-১৯:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ মে) দুপুরে বালুয়াকান্দি ইউনিয়নের বড়রায়পাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। বিকালে অভিযুক্ত ধর্ষককে পুলিশ আটক করে। আটক ইসমাইল একই গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন আল রশীদ বলেন, দুপুরে গ্রামের একটি ঝোপের আড়ালে নিয়ে ইসমাইল শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে এগিয়ে গেলে ইসমাইল সটকে পড়লে পরে রাত ৮টার দিকে রায়পাড়া খেয়াঘাট এলাকা থেকে ধর্ষককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় থানায় সোমবার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার (২০ মে) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।