গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-১০-০৯-১৯:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

ভরের চর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হাসান খাঁন জানান, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন ব্রেক ফেল করে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ঘে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যায়।

আহত অবস্থায় আরো পাঁচজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।