গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-১৫-০৭-১৯:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ জুলহাস(৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক গাড়ির হেলপার মোঃ রাসেলকে (২৫) আটক করেছে পুলিশ, চালক পলাতক আছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাসের বাড়ি গজারিয়ার হোসেন্দি বাজার এলাকায়, রাতে পাথর শ্রমিকের কাজ শেষ করে সকালে ফিরছিল সে। আটক রাসেল ফরিদপুর জেলার রনকাই গ্রামের তারা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, সারারাত পাথর শ্রমিকের কাজ শেষে ফিরছিল জুলহাস। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ঢাকামুখী কাভার্ডভ্যান এর ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। গাড়ির কাগজপত্র বৈধ আছে। গাড়ির হেলপার আটক আছে তবে গাড়ির চালক পলাতক আছে।

তিনি আরো জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।