শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-২৬-০৯-১৯:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বজ্রপাতে মো. শরীফ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে চরবলাকী গ্রাম সংলগ্ন মেঘনা শাখা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মারা যায় মো. শরীফ। এ সময় মুন্না (১৬) নামে অপর এক কিশোর আহত হয়।
মো. শরীফ উপজেলার চরবলাকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।
গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শরীফ ও তার প্রতিবেশী মুন্না নৌকায় করে মেঘনা শাখা নদীতে মাছ শিকার করতে যায়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শরীফ। আহত মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।