সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:-১২-০৯-১৯:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই জানান, অচিরেই বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে দলটি। যার সূত্রপাত মুন্সীগঞ্জ জেলা থেকে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আতাউর হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা যুবদল সভাপতি মো. সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক সালাম মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারন আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ওমর ফারুক রাসেল, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সভাপতি মনিরুল ইসলাম খান পল্টন, লৌহজং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খান, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তুষার, যুগ্ম সম্পাদক হুমায়ন আহমেদ, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিন, বজ্রযোগিনীর চেয়ারম্যান তোতা মুন্সি, মীরকাদিম সভাপতি জসীম উদ্দিন, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হাসান, বিএনপি নেতা এড. হালিম হোসেন প্রমুখ।