কালেক্টরেট কিশলয় স্কুলে বই বিতরণে জেলা প্রশাসক সায়লা ফারজানা

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-০২-০১-১৯

মুন্সীগঞ্জ শহরস্থ কালেক্টরেট কিশলয় স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সুযোগ্য শিক্ষানুরাগী-জেলা প্রশাসক সায়লা ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও ( উপসচিব)  মো. হারুন- অর-রশীদ ও  বিদ্যালয়ের সভাপতি আছমা শাহীন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।

বই বিতরনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালেক্টরেট কিশলয় স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, মুনতাছির জাহান সহকারী কমিশনার মুন্সীগঞ্জ সদর উপজেলা ভুমি, নাগরিক সময় পত্রিকার সম্পাদক তানভীর হাসান,

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মতিউল ইসলাম হিরু, শিক্ষক প্রতিনিধি কাউন্সিলর নার্গিস আক্তার ও ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন প্রমুখ।