এবার মুন্সীগঞ্জে ৩০১ টি পূজা মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুতি

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:

‘‘ধর্ম যার যার উৎসব সবার” হিন্দুধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা বছর ঘুরে আবারও আসছে। এরই মধ্যে কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

মুন্সীগঞ্জে এবার ৩০১ টি পূজা মন্ডপে চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুতি।

পূজামন্ডপ সাজানো ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার তৈরিসহ নান্দনিক করে ফুটিয়ে তোলার সব রকমের চেষ্টা চলছে মন্ডপে মন্ডপে ।

ইতোমধ্যে দুর্গোৎসবকে ঘিরে মুন্সীগঞ্জের জেলা সদর সহ ৬টি উপজেলার সব কটি পূজা মন্ডপে সু-সজ্জিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অপেক্ষা শুধু উৎসবের আনুষ্ঠানিকতার।

বৈচিত্রময় দুর্গামূর্তিকে দৃষ্টিনন্দন করে তুলতে তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা।

প্রতিটি মন্ডপে চলছে পূজা উদযাপন কমিটি ও প্যান্ডেল-মঞ্চের কারিগরদের পূজাপূর্ব আনুষ্ঠানিক সভা। নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে সম্প্রতি দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সদর থানা সহ সকল থানায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।

নিরাপদে ও সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন বিষয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম।

মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ জানান, এবার মুন্সীগঞ্জের জেলা সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা ৩৬টি, সিরাজদিখান উপজেলায় ১০৬টি, শ্রীনগর উপজেলার ৭২টি, লৌহজং উপজেলায় ৩০টি টঙ্গিবাড়ী উপজেলায় ৪৭টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ জেলা সদর সহ ৬টি উপজেলার শহর ও নিকটবর্তী বড় মন্ডপগুলোতে নির্মাণ করা হয়েছে ব্যায়বহুল গেইট।

এ উৎসবে নিরাপত্তা বেস্টনীর জন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এবার জেলার সব কয়টি পূজা মন্ডপে সাজছে নতুন সাজে। মুন্সীগঞ্জে প্রতিমা তৈরীর মৃৎশিল্পের দিন-রাত ধরে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের প্রতিমা শিল্পীরা।

প্রতিমা শিল্পীরা জানান, আধূনিকতার ছোঁয়ায় এবার ভক্তদের ভিন্ন আনন্দ দেওয়ার মত দুর্গাকে সাজানো হচ্ছে। মা দুর্গাকে সাজানোর জন্য রাত দিন কাজ চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম আরো বলেন, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ফলে ‘হিন্দু সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব ঘিরে নিরাপত্তার জন্য কয়েক স্তরে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে।

শারদীয় দুর্গাপূজায় জেলা/মহানগর কমিটির কথা মতে যাতে করে কেউ যেন ধর্মীয় কাজে কোন বিঘ্নে ঘটাতে না পারে সে ব্যপারে প্রতিটি মাপে সিসি টিভি ক্যামেরা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্বেচ্ছাসেবীরাও থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মুন্সীগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদ সাধারণ সম্পাদক নবীন কুমার রায় জানান, জেলায় সবকটি মন্ডপে উৎসবের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে। কয়েকটি মন্ডপে এখন চলছে আলোক-সজ্জা ও মঞ্চ তৈরির কাজ। পুজা শান্তিপূর্ন ভাবে যেন করতে জেলা পুলিশ-প্রশাসনসহ প্রয়োজনীয় কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

উৎসবের নাম দিন ও তারিখ:
পূজার মহালয়া অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর মঙ্গলবার, মহা পঞ্চমী ১৪ অক্টোবর রোববার, মহা ষষ্ঠী ১৫ অক্টোবর সোমবার, মহা সপ্তমী ১৬ অক্টোবর মঙ্গলবার, মহা অষ্টমী ১৭ অক্টোবর বুধবার, মহা নবমী ১৮ অক্টোবর বৃহস্পতিবার ও বিজয়া দশমী ১৯ অক্টোবর শুক্রবার-২০১৮।