অনু ইসলাম-এর ‘ধানরঙের ঘ্রাণ’ গ্রন্থ’ নিয়ে আলোচনা এবং কবিতাপাঠ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:-২৩-০৪-১৯:

আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় কবি ও প্রাবন্ধিক অনু ইসলাম-এর তৃতীয় কবিতাগ্রন্থ ‘ধানরঙের ঘ্রাণ’ নিয়ে আলোচনা এবং কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করছে সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’। অনুষ্ঠানে একঝাঁক তরুণ কবিকণ্ঠ ‘ধানরঙের ঘ্রাণ’ গ্রন্থ থেকে কবিতাপাঠে অংশগ্রহণ করবে এবং আমন্ত্রিত অতিথিরা গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও নির্মাতা বীরেন মুখার্জী, কবি সমর চক্রবর্তী এবং কবি শাহানা সিরাজী। সভাপতিত্ব করবেন ছোটকাগজ অ এর সম্পাদক কবি যাকির সাইদ। অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমি-র মহড়াকক্ষে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, আয়োজক প্রধান ও সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা পটভূমি-র প্রকাশক ও সম্পাদক সুমন ইসলাম। উক্ত অনুষ্ঠানে সংস্কৃতি ও সাহিত্যাঙ্গণের সকল শুভানুধ্যায়ী এবং কবিতাবান্ধবদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করার আহবান জানান, সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’-র সিনিয়র সহযোগী সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল।