সুইজারল্যান্ড বিএনপি’র বিজয় উৎসব যেন প্রবাসে একখণ্ড বাংলাদেশ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ

সদূর প্রবাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুইজারল্যান্ডে শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায ও আনন্দময় পরিবেশে পালিত হয়েছে বিজয় দিবস।

বিজয় দিবসের এই অনুষ্ঠানে সুইজারল্যান্ড বিএনপি’র নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এবং কমিটির নেতাকর্মীদের বরণ করে নেয়া হয়।

সুইজারল্যান্ডের রীতি অনুযায়ী বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান নির্ধারিত তারিখের পরের কোন এক রবিবার পালন করা হয়।

সেই রীতি অনুযায়ী গেল রোববার (২২ ডিসেম্বর) সুইজারল্যান্ড বিএনপি’র আয়োজনে জুরিখের একটি স্থানীয় হলে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়।

এরপর সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শকদের সমবেত কন্ঠে বাংলাদেশের প্রাণের জাতীয় সংগীতের পরিবেশনের মাধ্যমে বিজয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় সংগীতের পরপরই ‘প্রথম বাংলাদেশ দেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের মধ্যদিয়ে বিজয় দিবসের মহা উল্লাসের শুরু হয়। অনুষ্ঠানের স্থল পরিণত হয় এক মিলন মেলায়।

আলোচনা পর্বের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির এবং সভার সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় এবং গীতাপাঠ করেন জুরিখ বিএনপির সভাপতি সমীর কুমার রায় (স্বপন)। পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনায় আরো ছিলেন সামসুদ্দিন তালুকদার, জুবায়ের আহম্মেদ (জুয়েল), রুনু আক্তার এবং মিজান শাহিন।

সুইজারল্যান্ড বিএনপির প্রধান নির্বাচন কমিশনার হাজী রফিকুল ইসলাম সুইজারল্যান্ড বিএনপির কমিটি ঘোষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে নতুন কমিটি ঘোষণা করেন।
সভাপতি হিসেবে মোফাজ্জল মল্লিক সাজিল , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মইনুল হক খান এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাউসার, এর নাম ঘোষণা করেন। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় অনুমোদন করার জন্য প্রেরণ করার পরামর্শ দেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইকবাল মোল্লা, মাহফুজ শিকদার, ওবায়দুর রহমান মিঠু, হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামাল হোসেন, ইকবাল মোল্লা, মাহফুজ শিকদার , যুওবাইর আহম্মেদ (জুয়েল), খোকন, মিজান শাহিন, সেরু মল্লিক, চঞ্চল মাদবর সহ অন্যান্য নেতনেতৃবৃন্দ। সকলেই শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ,দেশনেত্রী বেগম জিয়ার দীর্ঘায়ু এবং তারেক জিয়ার দেশান্তরি জীবন অবসানের জন্য স্রষ্টার নিকট প্রার্থনা করেন।

মনোজ্ঞ সংগীতানুষ্ঠান শেষে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহিলাদের মিউজিকের তালে বালিশ ধরা, চোখ বাধা অবস্থায় পাতিল ভাংগা সহ বিভিন্ন প্রতিযোগিতা।

সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল সমাপনী ভাষনে বাংলাদেশের প্রতিটি মানুষের এবং বিশ্ব মানবতার উন্নতির আশায় প্রার্থনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন