কে এন ইসলাম বাবুল, সমকালীন মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট প্রার্থী মাহি বি চৌধুরীর নির্বাচনী প্রচারণা ও সিরাজদিখান মহিলালীগের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে সিরাজদিখানের রশুনিয়া এলাকায় সাধারণ জনগণের কাছে নৌকায় ভোট চেয়েছেন তিনি। এরপর রশুনিয়া উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় উপজেলা মহিলালীগের আয়োজনে নির্বাচনের অংশ হিসেবে মত বিনিময় সভা করেন।
মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাহি বি চৌধূরী উপস্থিত ছিলেন। উপজেলা মহিলালীগের সভাপতি সীমা রানী ব্যাণার্জীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাশেম, উপজেলা বিকল্পধারা সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, প্রফেসর গিয়াস উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শহিদ ঢালী, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এ্যাড. আবু সাঈদ, রশুনীয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লাল কামাল, মহিলালীগ নেত্রী পারভীন, মিমি, রত্না হাওলাদার প্রমুখ।