শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাপক আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় উদযাপন। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে সুর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, এসিল্যান্ড রিনাত ফৌজিয়া, সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান, অফিসার ইন-চার্জ ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি কে. এন. ইসলাম বাবুল, সহ সভাপতি ইমতিয়াজ বাবুল, উপজেলা যুবলীগ আহবায়ক মঈনুল হাসান নাহিদ প্রমুখ।