সিরাজদিখানে ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনা সভা

কে এন ইসলাম বাবুল, সমকালীন মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা শাখা সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন মুন্সীগঞ্জ-১ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্জ্ব কে এম আতিকুর রহমান।

পরে সকাল ১১ টায় ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী আতিকুর রহমানের নেতৃত্বে ইছাপুরা চৌরাস্তা হতে মধ্যপাড়া পর্যন্ত বিজয় র‌্যালী বের হয়, র‌্যালীতে জাতীয় পতাকা, ব্যানার, ফেষ্টুন, ব্যাজ ও দলীয় প্রতীক হাতপাখা নিয়ে এ সড়ক প্রদক্ষিণ করেন।

উপজেলা শাখা সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ কবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি গাজী জসিম উদ্দিন, উপজেলা যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনসহ সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব হানিফ শেখ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল প্রমুখ।