সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ২৯ জুলাই ২০২০:
প্রমত্তা পদ্মার প্রবল স্রোতের কারণে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) শিমুলিয়ার ৩ নম্বর রো-রো ফেরি ঘাট প্রবল স্রোতের তোড়ে পদ্মায় বিলীন হয়ে গেছে। এরপর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রো-রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ।
এদিকে ঘাটের ভাঙনস্থানে বুধবার (২৯ জুলাই) সকাল থেকে মেরামতের কাজ করেছে সাড়ে ৪শ শ্রমিক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে শিমুলিয়া ৩ নম্বর ঘাটের ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ঘাট মেরামতের শ্রমিকরা কাজ করছে। এ নৌরুটে ছোট ও কে-টাইপসহ ৯টি ফেরি চলাচল করছে।
মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায়।