সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১২ জুন ২০২০:
করোনা মহামারি পরিস্থিতিতে অসহায়-দরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুন্সীগঞ্জ সার্কেল 81’s নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (১২জুন) বেলা সারে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও মুরগি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাংবাদিক মইনউদ্দিন সুমন, জুয়েল রানা, আব্দুস সালাম, মাসুদ রানা, ক্রীড়া সংগঠক সাইদুর রহমানসহমুন্সীগঞ্জ সার্কেল 81’s সংগঠনটির সদস্যরা।