‘মুন্সীগঞ্জ বিক্রমপুর জার্নাল’এর মোড়ক উন্মোচন

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ৩ মার্চ ২০২০:
মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, ব্যাক্তিত্ব নিয়ে ড. সাইদুল ইসলাম খান সম্পাদিত “মুন্সীগঞ্জ বিক্রমপুর জার্নাল” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কাজী সাব্বির হোসেন দীপু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শিমুল।
ড. সাইদুল ইসলাম খান জানান, জার্নালটিতে বইপত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এতে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, ব্যাক্তিত্ব নিয়ে মোট ৮৩টি প্রবন্ধ রয়েছে।